Tuesday 2 January 2018

অর্হণা / হায়াৎ মামুদ

হায়াৎ মামুদের চোখে অর্হণা

পেশাগত কারণে আমাকে প্রতিবছর বিভিন্ন লেখকের বিভিন্ন প্রকৃতির অনেক গ্রন্থের পাণ্ডুলিপি দেখতে হয়, পড়তে হয়।তন্মধ্যে কিছু

পাণ্ডুলিপি-পাঠ বিরক্তিকর, কিছু হাস্যকর আবার কিছু সুখকর ও আনন্দদায়ক। সংখ্যায় খুব কম হলেও মাঝে মাঝে এমন কিছু পাণ্ডুলিপি পাই, যা পড়ে হতবাক হয়ে যেতে হয়। আনন্দে অভিভূত হয়ে যেতে হয়। এরূপ হতবাক করা একটা পাণ্ডুলিপি ‘অর্হণা’। এটি পড়ে ক্ষোভ, আনন্দ, হাসি, কান্না, উচ্ছ্বাস, ভালোবাসা, উত্তেজনা এবং বহুমুখী প্রত্যাশায় অভিভূত হয়ে পড়েছিলাম। সবচরিত্র পরিচিত, বিখ্যাত এবং সাহিত্য-সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে প্রসিদ্ধ।

অর্হণা, ড. মোহাম্মদ আমীন-এর লেখা উপন্যাসের পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিটি, আমার বয়স ত্রিশ বছর কমিয়ে দিয়েছিল। পড়তে পড়তে আমি পৌঁছে গিয়েছিলাম বিংশ শতকের সত্তরের দশকে। আমার বর্তমান অবস্থানকে ভুলিয়ে দিয়েছিল উপন্যাসটির বৈচিত্র্যময় পরম্পরা। এমন অলৌকিক কাণ্ড যে
হায়াৎ মামুদ
উপন্যাস ঘটাতে পারে, সেটি কত আকর্ষণীয় এবং আত্মহরি হতে পারে তা সহজে অনুমেয়। আমি ২০১৭ খ্রিষ্টাব্দে আমি যত পাণ্ডুলিপি পড়েছি, তন্মধ্যে ‘অর্হণা’ যে কোনো বিবেচনায় নিঃসন্দেহে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের অনেকগুলি কারণ আছে। আগে একটা বলেছি। এটি স্যমন্তক সিরিজের দ্বিতীয় উপন্যাস। স্যমন্তক উপন্যাসও ছিল অসাধারণ। আমি মনে করি, অর্হণা’ যিনিই পড়বেন, তাঁর কাছেই ভালো লাগবে, অভিভূত হবেন কারুময় সৌন্দর্য। এটি অর্হণা’র পাণ্ডুলিপিটাকে শ্রেষ্ঠ মনে হওয়ার অন্যতম কারণ।  উপন্যাসের ঘটনা, খ্যাতিমান চরিত্রবর্গ, চরিত্রসমূহের সরব উপস্থিতি ও আকর্ষণীয় বিন্যাস রাজসিক আলোচনায় সর্বজনীন হিত, সাড়ম্বর দৃশ্যপটে প্রজ্ঞাময় প্রকাশ, নান্দনিক দৃশ্যপটের মনোহর নৈসর্গিকতায় শহুরে বিমোহন, অধিকন্তু দলিতদের প্রতি 
মমতা, কিছু স্পর্শকাতর সম্পর্ক, হৃদয় আলোড়িত কথোপকথন, বুদ্ধিমত্তার অপূর্ব নিদর্শনপ্রসূত দার্শনিক উপলব্ধি, মনোবৃত্তিক উদারতায় হৃদয়ভিত্তিক জটিলতার স্বরূপ, প্রেম-ভালোবাসার নতুন দৃষ্টিভঙ্গি এবং শিউরে তোলা পরিঘটনার পথ ধরে এগিয়ে যাওয়া ঘটনাপ্রবাহ প্রভৃতি আমাকে প্রবলভাবে মুগ্ধ করেছে।অর্হণা যিনিই পড়ুন, মুগ্ধ হবেন, অভিভূত হবেন সোল্লাস প্রাপ্তির মাদকীয় ভাবনায়।

শতকের অর্ধশতাধিক খ্যাতিমান সাহিত্যিক, বুদ্ধিজীবী, কুটনীতিবিদ, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক এবং তাদের গুণান্বিত আলোচনার বিরল বাক্যে ‘অর্হণা’ সজ্জিত হয়েছে পাঠকদের জন্য।উপন্যাসের নায়ক-নায়িকা থেকে প্রায় সব চরিত্র খ্যাতিমান ও পরিচিত। এমন গুণবান ও প্রসিদ্ধ ব্যক্তিদের নিয়ে লেখা উপন্যাস অর্হণা’
ড. মোহাম্মদ আমীন
পড়তে শুরু করলে নিজের অজান্তে চলে যেতে হয় সে গুণবানদের আলাপচারিতায়--- ঢাকা থেকে কলকাতা হয়ে লন্ডন, জার্মান আমেরিকা; আফ্রিকা থেকে আরো সুদূরে, জ্ঞানবানদের একান্ত আসরে।  এবার বলছি এই উপন্যাসের কয়েকজন চরিত্রে নাম।আহমদ ছফা, অন্নদাশঙ্কর রায়, ড. মফিজ আলী চৌধুরী, আহমদ শরীফ, কবীর চৌধুরী, ডাক্তার নুরুল ইসলাম, শামসুর রাহমান, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, আবদুল গাফফার চৌধুরী, সরদার ফজলুল করিম, মযহারুল ইসলাম, আবদুল মাননান সৈয়দ, নরেন বিশ্বাস, আল মাহমুদ, হুমায়ুন আজাদ, আবদুল কাইউম, আসকার ইবনে সাইখ, শফিউদ্দীন আহমেদ, সুভাষ মুখোপাধ্যায়, প্রফেসর গ্রিয়েল, প্রফেসর ব্রুম, প্রফেসর মিন্ড্রা, শ্রাবন্তীনাহা, শাহিদা সুলতানা, অরুণাভ সরকার, আবদুল আলিম, নাজিম উদ্দিন মোস্তান, ওসমান গনি, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, হায়াৎ মামুদ, বুদ্ধদেব বসু, সৈয়দ আলী আহসান, কে এম শিহাব উদ্দিন, আখতারুজ্জামান বাবু, প্রফেসর কোবাইসি মাসাহিতো, অধ্যাপক টিআই চোধুরী, ভাষাবিষারদ প্রফেসর রচনাসহ আরও অনেক কালজয়ী কবি-সাহিত্যিক এই উপন্যাসের চরিত্র
আমি কামনা করি বা না-ই করি, উপন্যাসটি যোগ্যতাবলে পাঠকের হৃদয়ে নিজের অাসনটি গেড়ে নিতে সক্ষম হবে। আমি মনে করি, কালক্রমে ড. মোহাম্মদ আমীনের অর্হণা’ বাংলা সাহিত্যের অর্হণা হয়ে সবার মনে সাড়া দিতে সক্ষম হবে।
[অর্হণা পাণ্ডুলিপি আলোচনা, লেখক : হায়াৎ মামুদ। প্রদায়ক : প্রমিতা দাস লাবণী]

1 comment:

  1. Emperor Casino: Play the Best Casino Online for Real Money
    in casino games, and playing choegocasino at the best online casinos for real money, right from your phone. If you want to play the best casino games for 메리트카지노 free, 제왕카지노

    ReplyDelete