কক্সবাজারের প্রতিষ্ঠাতা হিরাম কক্স / অনুসিন্থিয়া জাহান চৌধুরী
ড. মোহাম্মদ আমীনে লেখা ‘ক্যাপ্টেন হিরাম কক্স’ একটি জীবনীগ্রন্থ। কক্সবাজারের প্রতিষ্ঠাতা হিরাম কক্স এর জীবনী এটি। নতুন তথ্যে ও তৎকালীন ইতিহাসের অনেক বিষয় জানা যাবে গ্রন্থটি পড়লে। গ্রন্থটিতে হিরাম কক্সের জন্ম থেমে মৃত্যুপর্যন্ত যাবতীয় কর্মকাণ্ড বর্ণিত। তিনি কীভাবে এবং কোন প্রেক্ষাফটে কক্সবাজার প্রতিষ্ঠা করেছিলেন তা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এখানে রয়েছে শরণার্থী সম্পর্কে এবং কক্সবাজার নামের ভূখণ্ডের তৎকালীন অবস্থার তথ্যভিত্তিক ইতিহাস।
বইটির প্রকাশক পুথিনিলয়, বাংলা বাজার, প্রচ্ছদ
করেছেন : সুমন বৈদ্য।
No comments:
Post a Comment