অফিস-আদালতে বাংলা লেখার নিয়ম: ড. মোহাম্মদ আমীনের অসাধারণ একটি গ্রন্থ/ হায়াৎ মামুদ
অফিস-আদালতে বাংলা লেখার নিয়ম: ড. মোহাম্মদ আমীনের অসাধারণ একটি গ্রন্থ/হায়াৎ মামুদ
অফিস-আদালতে বাংলা লেখার নিয়ম’ ডে. মোহাম্মদ আমীনের লেখা একটি গ্রন্থ। বইটি শুধু রসকষহীন কোনো ব্যাকরণ নয়। ব্যাকরণের জটিল সূত্র বা নিয়-নীতিদিয়েও ভারাক্রান্ত করা হয়নি। এখানে সহজ-সরল ভাষায় প্রাত্যহিক কর্মজীবনে ব্যবহৃত প্রমিত বাংলা লেখার কৌশল বিধৃত করা হয়েছে। লেখক একজন চাকুরিজীবী। চাকুরিজীবী
হিসাবে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়ে তিনি বইটি
রচনা করেছেন। এখানে এমন সব শব্দ, বানান ও বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো দাপ্তরিক কর্মকান্ডে প্রতিনিয়ত প্রয়োজন। বইটি এমনভাবে রচনা করা হয়েছেযাতে সরকারি-বেসরকারি সর্বস্তরের অফিষ-আদালত, শিক্ষপ্রতিষ্ঠান, চাকুরিজীবী, পেশাজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, বিদেশ অবস্থানরত বাংলাভাষী ও সাধারণ মানুষ সহজে দৈনন্দিন কাজে ব্যবহৃত বাংলা শুদ্ধভাবে লেখার কৌশল রপ্ত করতে পারেন। শুদ্ধ ও প্রমিত বানান শেখার জন্য বইটি পেশা ও বয়স-নির্বিশেষে সবার হাতের কাছে রাখা প্রয়োজন- সকলের এমন ধারণাই পোষণ করি।
No comments:
Post a Comment