Saturday 7 March 2015

জল দুনিয়ার মানুষ / মাহবুব হোসেন


‘জল দুনিয়ার মানুষ’ একটি উপন্যাস। বাস্তবতা ও কর্মস্থলে অর্জিত অভিজ্ঞতার আলোকে রচিত এ উপন্যাসটি বাংলা সাহিত্যের উপন্যাসের ভাণ্ডারে একটি অনন্য সংযোজন হিসাবে বিবেচিত। খুলনা বিভাগের 
ভবদহ নামটি জলাবদ্ধতার কারণে সারা দেশে, এমনকি বিদেশেও আলোচনা ও নিষ্ঠুর প্রাকৃতিক প্রতিশোধের এক করুণ স্মৃতি। যশোর ও খুলনা জেলার চারটি উপজেলার মানুষের অভিশাপ ভবদহ, ভবদহ স্লুইস গেইট। অভয়নগর উপজেলার ভবদহ এলাকায় নির্মিত স্বপ্নের স্লুইস গেইট কীভাবে মানুষের দুঃসহ যাতনার কারণ হয়ে উঠেছে তার সকরুণ বিবরণ উপন্যাসটির মূল আলেখ্য। এখানকার মানুষ আগে কেমন ছিল এখন কেমন তাদের জীবনযাত্রা, কীভাবে তারা সারাবছর জলের উপর বাস করছে তার বিবরণ পড়লে পাঠকমাত্রই ভয়ে শিউরে উঠবেন।
ভবদহে আসলে মাটি নেই। তাহলে মানুষ কীভাবে বাস করে? কীভাবে জলে কোনরূপ জলযান ছাড়া মানুষ বাস করছে তা এ উপন্যাসে লেখক তুলে ধরেছেন। এ এক নৃশংস অভিজ্ঞতা। প্রকৃতিবিরুদ্ধ কাজ করলে প্রকৃতি কীভাবে তার প্রতিশোধ নেয় - তার জীবন্ত চিত্র ড. মোহাম্মদ আমীনের জল দুনিয়ার মানুষ।
অনন্যা থেকে প্রকাশিত উপন্যাসটির মূল্য একশত ষাট টাকা।বইটি পড়ুন, তারপর বুঝতে পারবেন, ভবদহ এলাকার মানুষ কত কষ্টে আছে।

No comments:

Post a Comment