স্যমন্তক সম্পর্কে আমার স্ত্রী বিভার অভিমত/ প্রফেসল দীপক কুমার নাগ
স্যমন্তক সম্পর্কে আমার স্ত্রী বিভার অভিমত / প্রফেসর দীপক কুমার নাগ
|
বিভা |
স্যমন্তক সম্পর্কে আমার স্ত্রী বিভার অভিমতস্যমন্তক উপন্যাসের কয়েক পৃষ্ঠা পড়ার পর আমার স্ত্রী বিভা হঠাৎ বলে বসল, কি গো, তুমি যে মহত্তের কথা বলেছিলে, বইতে তো ঠিক তা নেই। মনে হচ্ছে নায়কের (লেখক) সঙ্গে বইয়ের নায়িকার প্রেমের সম্পর্ক রয়েছে।
আমি বললাম, বইটি পড়ে শেষ করো। মন্তব্য পরে করো।
আমার স্ত্রী বইটি পড়া শেষ করে বললেন, আমাদের সমাজে এ ধরণের লোক কি সত্যিই আছে? লেখক যদি আমার বয়সে বড়ো হয়ে থাকে তাহলে তাকে আমার প্রণাম দিও। আর বয়সে যদি ছোটো হয়ে থাকে বাসায় নিয়ে আসবে। আমি তাকে আশীর্বাদ করব।
No comments:
Post a Comment