Saturday 14 January 2017

স্যামন্তক / ড. হায়াৎ মামুদ

‘স্যমন্তক’ 
স্যমন্তক’ ড. মোহাম্মদ আমীনের লেখা একটি উপন্যাস।একজন বললেন, এটি মনস্তাত্বিক উপন্যাস। পাণ্ডুলিপি পড়ে আমার মনে হয়েছে, এটি শুধু মনস্তাত্ত্বিক উপন্যাস নয়।
ভালোবাসা, স্নেহ-প্রেম, দ্রোহ-অভিমান, রাষ্ট্র, রাজনীতি, সমাজ, অর্থনীতি, বিশ্ব, প্রকৃতি-পরিবেশ প্রভৃতি হতে শুরু করে মনুষ্য জীবনের সঙ্গে জড়িত সবকটি বিষয় নিখুঁত মাধুর্যে বিধৃত হয়েছে। সমাজের হতদরিদ্র হতে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত - এ উপন্যাসের চরিত্রের অন্তর্গত। ঋদ্ধ সংলাপের সঙ্গে পরিশীলিত রসবোধ উপন্যসটিকে অনবদ্য করে তুলেছে। জীবন থেকে নেওয়া ঘটনায় বিন্যস্ত এমন হৃদয়গ্রাহী উপন্যাস ইতোঃপূর্বে আমি পড়িনি।
বিষয়, বর্ণনা, পরিশুদ্ধি, প্রেম, মমতা, চরিত্র, সংলাপ ও কাহিনি বিন্যাস বিবেচনায় বাংলা সাহিত্যে এমন আর কোনো উপন্যাস আছে বলে আমার জানা নেই।

1 comment:

  1. গভীর কৃতজ্ঞতা এমন হৃদয়গ্রাহী বিশ্লেষণের জন্য।

    ReplyDelete