Sunday, 10 February 2019

বাংলা কথায় বাংলা কৌতুক / হায়াৎ মামুদ



‘বাংলা কথায় বাংলা কৌতুক’ এমন একটি বই যা পড়লে একই সঙ্গে হাসি আর জ্ঞান দুটোই পাবেন।  বাংলা বানান, ব্যাকরণ ও বাক্যচয়নের ভুলকে লেখক ছোটো ছোটো কৌতুকের মাধ্যমে তুলে ধরেছেন। আশা করি হাসি আর আনন্দের মাঝে শেখার এই কৌশলটি আপনার ভালো লাগবে। 
হাসির অনেকগুলো উৎস রয়েছে। কৌতুক তন্মধ্যে অন্যতম। সাধারণত কৌতুকের উদ্দেশ্য হচ্ছে পাঠককে যে-কোনোভাবে হাসানো, কেবল হাসাতে পারলেও হলো, কিন্তু এমন অনেক কৌতুক আছে, যা কেবল হাসায় না, হাসানোর সঙ্গে সঙ্গে জ্ঞান আর বুদ্ধিকেও শানিত করে। ড. মোহাম্মদ আমীনের ‘বাংলা কথায় বাংলা কৌতুক’ এমন একটি বই। যেটি পড়বেন- পড়ে বাংলা বানান শিখবেন আর হাসবেন। ইচ্ছা করলে অন্যকেও শোনাতে পারেন, তাঁরাও আপনার হাসির সঙ্গে হাসবেন। আড্ডাতে শোনাতে পারলে তো আর কথাই নেই। শুধু তাই নয়, আপনি যদি শিক্ষক হন তো আপনার শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী হলে আপনার শিক্ষকদেরও শোনাতে পারেন। কী মজা হবে তাই না? মানুষকে নির্মল আনন্দ দিতে পারার মধ্যেই তো জীবনের আসল সার্থকতা নিহিত।
হাসির মাঝে শেখার কৌশল শিক্ষার কার্যকর উপায় হিসেবে স্বীকৃত। পঠন-পাঠনে আনন্দ না থাকলে তা বোঝা হয়ে যায়। বোঝা নিয়ে কেই-বা বেশি দূর যেতে পারে? আমি শিক্ষক মানুষ, পড়ানোর সামর্থ্য
কতটুকু ছিল জানি না, কিন্তু আমার ক্লাসের ছেলেমেয়েরা খুব মনযোগ সহকারে আমাকে শুনত। এ মনযোগের কারণই ছিল অ্যাকাডেমিক পঠন-পাঠনের মাঝে দু-একটা এ ধরনের শিক্ষামূলক কৌতুক ছুঁড়ে দেওয়া। তারাও উপভোগ করত, আমিও করতাম, মজা পেতাম, তারাও পেত। আনন্দই তো শিক্ষা, বোঝা কি কখনও শিক্ষা হয়? অধিকন্তু, আনন্দের মাঝে শিক্ষাগ্রহণ করা গেলে তা মন কখনও মোছে না।
‘বাংলা কথায় বাংলা কৌতুক’ এমন একটি বই যা পড়লে একই সঙ্গে হাসি আর জ্ঞান দুটোই পাবেন।  বাংলা বানান, ব্যাকরণ ও বাক্যচয়নের ভুলকে লেখক ছোটো ছোটো কৌতুকের মাধ্যমে তুলে ধরেছেন। আশা করি হাসি আর আনন্দের মাঝে শেখার এই কৌশলটি আপনার ভালো লাগবে।

No comments:

Post a Comment