Tuesday 15 September 2015

বাংলা সাহিত্যে পুলিশের ভূমিকা / ড. মোহাম্মদ আমীন

পুলিশ বিভাগে কর্মরত যে সকল কর্মকর্তা-কর্মচারী সাহিত্যকর্ম বা অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যক্ষভাবে বাংলা সাহিত্যের প্রচার-প্রসারে অবদান রেখেছেন তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ গ্রন্থটির বিষয়বস্তু। তাই এটি শুধু জীবনীগ্রন্থ নয়, গবেষণাগ্রন্থও বটে। এমন কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ড এখানে বিশ্লেষণ করা হয়েছে, যারা প্রত্যক্ষভাবে পুলিশ বিভাগের সদস্য না-হলেও পুলিশ বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। পুলিশ না-হলেও যারা পুলিশ বিভাগের কাজ করেছেন তেমন সাহিত্যিক কারণিকদের জীবনীও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।  সূচিসজ্জা বাংলা বর্ণমালার বিন্যাস অনুসারে সজ্জিত করা হলেও আভিধানিক ক্রমতা রক্ষা না-করে জন্ম তারিখ অনুসারে বিন্যস্ত করা হয়েছে।

বাংলা সাহিত্যের বিকাশে প্রথম থেকে পুলিশ বিভাগের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ অবদান রেখে আসছেন। তবে তথ্য-ঘাটতির জন্য অনেকের নাম এ খণ্ডে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। যাদের নাম দেওয়া হয়েছে তাদের তালিকা নিচে দেওয়া হলো:
আজিমদ্দিন মহাম্মদ চৌধুরী (১৭৫১-১৮৩৭)
অদ্বৈতচরণ আঢ্য (১৮১৩-১৮৭৩)
অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯)
আবুল হাসনাৎ (১৯০৫-
আবদুল হাফিজ (১৯০৭-১৯৯৪)

আবু ইসহাক (১৯২৬-২০০৩)
আবুল কালাম মকবুল আহমেদ (১৯২৯-১৯৯১)
আবদুর রকিব খন্দকার (১৯৩৩ - ২০১০ )
আবুল খায়ের মুসলেহ উদ্দিন (১৯৩৪- ২০০২)
আহমেদ আমিন চৌধুরী (১৯৫০-)

আনোয়ার হোসেন, মো: (১৯৫৪-)
আব্দুর রশিদ, মো: (১৯৬৫-)
আদিল মিয়া (১৯৮৬-)
আশরাফুল হক
ইয়াছিন খান(১৯৭৮-)

উপেন্দ্রনাথ বিশ্বাস (১৯৪১-)
এম এ হক (১৯১৯-১৯৯৬)
এম এনামুল হক (১৯৩৮-)
এস জাকির হোসেইন
এস আবদুল হাকিম (১৯৪৭-)

এ কে এম শহিদুল হক
ওয়াহিদুজ্জামান, মো:
কাজী রফিজ উদ্দিন
কাজী আনোয়ারুল হক (১৯০৯-২০০১)
খন্দকার আবু তালিব (১৯১৩-১৯৭৯)

খন্দকার শামসুদ্দোহা (১৯৫৩-)
খান শরিফুল ইসলাম (১৯৮০-)
গিরিশচন্দ্র বসু (১৮২৪-১৮৯৮)
গোলাম মঈন উদ্দিন খান
গাজীউর রহমান

জরাসন্ধ, চারুচন্দ্র চক্রবর্তী (১৯০২-১৯৮১)
জাহাঙ্গীর আলম  চৌধুরী
জ্ঞানেন্দ্রমোহন দাস (১৮৭২-১৯৩৯)
 ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৮৪৭-১৯১৯)
দেবদাস কর্মকার (১৯৫৭-)

দুখু বাঙাল(১৯৫৭-)
 দেবদাস ভট্টাচার্য (১৯৬৮-)
ধীরাজ ভট্টাচার্য (১৯০৫-১৯৩২)
নন্দলাল সেন (১৮৫৬-১৯৩২)
নববিক্রম কিশোর ত্রিপুরা স(১৯৫৬-)

নজরুল ইসলাম, ড.
নূরুল মোমেন অসীম (১৯৭৩-)
প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৮৫৫-১৯০৭)
পঞ্চানন ঘোষাল (১৯০৭-১৯৯০)
ফয়জুর রহমান আহমেদ (১৯২১-১৯৭১)

ফিরোজ খান
বেদুইন শমসের (১৯১৯-১৯৬৪)
বেদুঈন সামাদ (১৯২৬-২০০১)
ভানুলাল দাস (১৯৬০-)
মাহমুদ হায়দার (১৯১৮-)
মোজাহারুল ইসলাম (১৯২২-)
এম এ খালেক চৌধুরী (১৯২৭-)
মাসুদুল হক  (১৯৪৮-)
মোহাম্মদ আবদুল খালেক বিশ্বাস (১৯৫৬-)
মোহাম্মদ আলী (১৯৫৬-)

মতিউর রহমান (১৯৬০-)
 মোশাররফ হোসেন ভূঁঞা (১৯৬০-)
মোহাম্মদ আলী (ইন্সপেক্টর) (১৯৬৩-)
মিজান মিলকী
মোশতাক আহমেদ (১৯৭৫-)

রায়হান শহিদ (১৯৮৬-)
শাহানা ফেরদৌস (১৯৫১-)
শিকদার আবদুস সালাম (১৯৬০-)
শেখ আহ্‌সান উল্লাহ (১৯৮১-)
সৈয়দ এমদাদ আলী (১৮৭৫-১৯৫৬)

সা’দত আলী আখন্দ (১৮৯৯-১৯৭১)
সেকান্দর আলী, মো: (১৯২১-)
সফিউল ইসলাম, মো: (১৯৪৬-)
সুদীপ চক্রবর্তী (১৯৭৫-)
সুমন জিয়াউর রহমান
হাবিবুল্লাহ বাহার চৌধুরী (১৯০৬-১৯৬৬)

No comments:

Post a Comment