Tuesday, 23 June 2015

অফিস আদালতে বাংলা লেখার নিয়ম / কলম সৈনিক



অফিস আদালতে বাংলা লেখার নিয়ম


ড. মোহাম্মদ আমীন স্যারের লেখা অফিস-আদালতে বাংলা লেখার নিয়ম বইটি কয়েকদিন আগে রকমারী ডটকমের মাধ্যমে ঘরে বসেই কিনেছি। খুবই প্রয়োজনীয় এবং সহায়ক একটি বই। বর্তমান সময়ে বাংলা লেখার ভুলের প্রতযোগিতায় এই বইটি সবার কাজে লাগবে।

No comments:

Post a Comment