মানুষ ও বিড়াল
এটি একটি গ্রন্থ। লেখক ড. মোহাম্মদ আমীন। প্রকাশক শ্যামল পাল, পুথিনিলয়, বাংল বাজার। প্রচ্ছদ করেছেন সুমন বৈদ্য। এটি একটি রূপক গল্প। মানুষ একসময় শ্রেষ্ঠ জীব ছিল না। পশুদের ভয়ে গুহায় থাকত। তারপর বুদ্ধিগুণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত হয়। পরবর্তীকালে মানুষের কিছু কিছু কাজ পশুকেও লজ্জিত করে দেয়। ফলে তারা মানুষের শ্রেষ্ঠত্ব অস্বীকার করে বসে। কেন পশু সমাজ মানুষের শ্রেষ্ঠত্ব অস্বীকার করল এবং মানুষ কীভাবে পুনরায় সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হলো - তা এ বইয়ের বিষয়বস্তু। শিশো-কিশোর উপযোগী গ্রন্থটি পড়লে সবার ভালো লাগবে।
Friday, 15 January 2016
মানুষ ও বিড়াল / অনুসিন্থিয়া জাহান চৌধুরী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment